বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা করার লক্ষে দিনব্যাপি আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সকাল থেকে দিন ব্যাপি চলে এই প্রশিক্ষণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাতের সভাপতিত্বে শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ- পরিচালক মোঃ রোকনুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, বকশীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা সহকারি সমাজ সেবা অফিসার ও কোর্স সমন্বয়ক হাফেজ উদ্দিনসহ আরো অনেকেই।
শীর্ষক প্রশিক্ষণে সূধীজন, মসজিদের ইমাম, সংবাদকর্মী ও ইউনিয়ন পর্যায়ে গ্রাম কমিটির প্রধানরা উপস্থিত ছিলেন।