কারেন ফেল করে কিন্ত হাত পাখা ফেল করেনা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (200, 0); aec_lux: 296.71887; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 36;

মো. জুলফিকার আলম : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েব আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (দা .বা.) শায়েখে চরমোনাই বলেছেন, কারেন ফেল করে কিন্ত হাত পাখা ফেল করেনা। কারণ হাতপাখা গরীবদের, হাতপাখা ধনীদের, হাতপাখা পুরুষদের, হাতপাখা মহিলাদের। আমরা হাতপাখাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, নৌকা নিয়ে নির্বাচন করেন তারা নৌকা চালাতে পারেনা। ধানের শীষ নিয়ে যারা নির্বাচন করে তারা ধান কাটতে পারেনা। লাঙ্গল নিয়ে যারা নির্বাচন করে তারা লাঙ্গল বয়ইতে পারেনা। নৌকা চালায় গরীবরা, ধান কাটে গরীবরা, লাঙ্গল চালায় গরীবরা। কিন্ত যারা নৌকা নিয়ে নির্বাচন করেন গরীব না, ধানের শীষে যারা নির্বাচন করেন তারা গরীবনা, লাঙ্গল নিয়ে যারা নির্বাচন করেন তারা কেউ গরীব না।তার মানে প্রতীকের সাথে নিজের কোনো মিল নেই। সবাই ধোকাবাজ। গরীবের বন্ধু সাজে কিন্ত সে গরীবনা। তিনি গত ১ নভেম্বর সন্ধ্যায় জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জাতীয় ওলামা মশায়েখ আম্মা পরিষদ আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাওঃ মাহদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওঃ আহম্মদ আব্দুল কাইয়ুম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, মুফতি আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখার নায়েবে আমির মাওঃ মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ রেজাউল করিমসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। শায়েখে চরমোনাই আরো বলেন, ঈমাম সাহেব নির্বাচন করার সময় আমরা বার বার পরীক্ষা করি। ঈমাম কেমন, কেরাত কেমন, আখলাক কেমন, মুসল্লীরা বলেন আমরা খারাপ হতে পারি ঈমাম সাহেব ভালো হতে হবে। আমার দাঁড়ি না রাখলেও ঈমাম সাহেবের দাঁড়ি থাকতে হবে। ঈমাম সাহেবকে নিয়ে এতো সতর্ক, রাষ্ট্র চালাবেন তার ব্যাপারে আপননারা সতর্ক হোননা কেনো? আমি খারাপ হলেও এমপি সাহেব ভালো হতে হবে, আমি চোর হলেও এমপি সাহেব ভালো হতে হবে, আমি ডাকাত হলেও এমপি মন্ত্রীরা ডাকাত হতে পারবনা। আমি জালেম হলেও এমপি মন্ত্রীটা জালেম হতে পারবেনা এই কথা বলেননা কেন? যেমনি ঈমাম সাহেব বানানো ক্ষেত্রে সতর্ক থাকবেন তেমনি এমপি বানানোর ক্ষেত্রেও সতর্ক থাকবেন। তিনি বলেন, নেতাজী খারাপ কাজ করার করণে জেলখানা থেকে বের হলে জনগন তাকে ফুলের মালা গলায় দেয়। কিন্ত ঐসময় যদি ফুলের মালা না দিয়ে জুতার মালা দিতো তাহলে ভালো হতো। সবাই দূষ জনগণের। তিনি আরো বলেন, এতো বয়ান চলে তাহলে মানুষ ভালো হয়না কেনো? এতো নামাজ পড়ে তাহলে মানুষ ভালো হয়না কেন? আপনারা এক হোন, এই বাংলাদেশ থেকে বাতেল শক্তি ভাগতে বাধ্য হবে ইনশাআল্লাহ।