মোহাম্মদ আলী : উড়ে গেছে ঘরের চাল, নুয়ে পড়েছে কাঁচা ধানের ক্ষেত, ভেঙ্গে পড়েছে বাগানের বড় বড় গাছ ও বিদ্যুতের খুটি। গত শনিবার এক ক্ষণস্থায়ী কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে চর ঘোষের পাড়াসহ মেলান্দহ উপজেলার বেশকিছু এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জানা যায়, উপজেলার ৯নং ঘোষের পাড়া ইউনিয়নের চর ঘোষের পাড়া গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানান, শনিবার বেলা ১২টার দিকে এগ্রামে উপর দিয়ে একটি কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের কারণে এ গ্রামের বেশ কয়েক একর কাঁচা ধানের ক্ষেত মাটির সাথে মিশে গেছে। রাস্তার দুই ও তমেজ আকন্দের এবং গাজী মেম্বারের কাঠ বাগানের বেশকিছু মূল্যবান গাছ ভেঙ্গে পড়েছে। এছাড়া দরিদ্র প্রতিবন্ধী ইদ্রিস আলীর থাকার ঘরের চাল উড়ে গেছে ঝড়ে! এব্যাপারে ওই গ্রামের ইউপি সদস্য ও ঘোষের পাড়া ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান, আমিনুল হক বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা আমি পরিদর্শন করেছি এবং ক্ষয়ক্ষতির বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।
কালবৈশাখী ঝড়ে মেলান্দহে ব্যাপক ক্ষয়ক্ষতি
