তারিকুল ইসলাম তারা : নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”এই প্রতিপাদ্যকে ধারণ করে ৯ ডিসেম্বর বেলা ১১ টায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রাজিবপুর উপজেলা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাবু। তিনি তাঁর বক্তব্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নারীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের ক্ষমতায়ন ও সুরক্ষা নিশ্চিত করা উন্নত সমাজ গঠনের মূল ভিত্তি।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া। তিনি নারীদের অর্থনৈতিক স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা অত্যন্ত জরুরি। এছাড়া, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চর রাজিবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মাহাবুব রসিদ মণ্ডল। তিনি বেগম রোকেয়ার অবদান এবং তার শিক্ষা ও সমাজ সংস্কারের ভাবনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্ব নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। জয়িতারা তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মানিত হন। এই সংবর্ধনা নারীদের আরো উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্রছাত্রী, নারী সংগঠনের প্রতিনিধিরা এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। তারা সহিংসতা মুক্ত একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নারীর ভূমিকা ও অবদান নিয়ে সচেতনতা তৈরিতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানটি শেষ হয় সম্মিলিত দোয়া ও প্রার্থনার মাধ্যমে। দিনব্যাপী এই আয়োজনটি রাজিবপুর উপজেলায় নারী অধিকার ও সুরক্ষা নিয়ে নতুন আলোচনার সূচনা করেছে।