নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদ মাঠে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেল। ইউপি সদস্য রকিবুল ইসলাম মিলনের সঞ্চালচনায় বক্তব্য রাখেন সাবেক জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিনসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম আজাদকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
কেন্দুয়ায় নির্বাচনী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
