নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ে মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় উদযাপন করা হয়। এ উপলক্ষে সকালে সকল শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে প্রভাত ফেরীর মাধ্যমে শহীদ মিনারে পুষ্পঅর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ। পুষ্পঅর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদযাপিত
