জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। গত বুধবার ৯ জুলাই জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন-২০২৫ মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে খন্দকার শাকের আহমেদকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মূল্যায়ন শেষে খন্দকার শাকের আহমেদ এর হাতে শ্রেষ্ঠ ওসি হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনবান্ধব সেবা কার্যক্রম পরিচালনা করা , ওয়ারেন্ট তামিল করাসহ বিভিন্ন ক্যাটাগরিতে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
এর আগে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ আহমেদ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। তিনি শ্রেষ্ঠ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেশার মানুষ তার ছবিসহ পোষ্ট দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। এবিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, বকশীগঞ্জ থানা পুলিশ জনবান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে আমরা মাঠে রয়েছি। তাই সকলের সহযোগিতায় বকশীগঞ্জকে শান্তিপ্রিয় এলাকা হিসেবে উপহার দিতে চাই। অপরাধ করলে কাউকে ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দেন জেলার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের আহমেদ।
খন্দকার শাকের আহমেদ জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
