খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্রষ্ঠার ইবাদত ও সৃষ্টির সেবা ; আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা উপমহাদেশের প্রখ্যাত সুফি-সাধক,বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আধ্যাত্মিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসা¤প্রদায়িক চিন্তা—চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুর আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টা থেকে ফ্রি—সুন্নাতে খাতনা ক্যাম্পে ২০ শিশুর সুন্নাতে খাতনা (মুসলমানি) দেওয়া, প্রয়োজনীয় ঔষধপত্র ও লুঙ্গি—গেঞ্জি দেওয়া হয়েছে।এছাড়া বই -শীতবস্ত্র বিতরণ, সুন্নতে খাতনা, আলোচনা সভা- মিলাদ শরীফ ও তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়।১ম অধিবেশনে- কোরআন তেলোয়াত, হাম-নাত ও মুর্শিদি কালাম,অতিথিদের ফুল দিয়ে বরণ ও আসন গ্রহণ, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এর নিজ লেখা বই সমুহ বিতরণ, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ)এর ১৫১ তম জন্মবার্ষিকী আলোচনা,বর্তমান সমাজে আহ্ছানিয়া মিশনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা, গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ,বিনামূল্যে সুন্নতে খাতনার আয়োজন, মুনাজাত ও তাবারুক বিতরণ।২য় অধিবেশন : – কোরআন তেলোয়াত, হাম -নাত ও মুর্শিদি কালাম পরিবেশন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এর জীবনী আলোচনা, মিলাদ শরীফ, আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিরপুর আহছানিয়া মিশনের সভাপতি মোঃ নোমান সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য, ২, ৩ ও ৫ নং ওয়ার্ডের সাবেক সফল মহিলা কাউন্সিলর : বেগম মেহেরুন নেছা হক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার আমিনুল ইসলাম বুলু, শেখ কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ ফরিদ মিয়া মাষ্টার রুমা ও পান্না, নাজমা, আনু সিকদার ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ভার্চুয়াল দিকনির্দেশনা ও বিশেষ সহযোগিতায় ছিলেন মিরপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক  মোঃ জাহিদুল আহ্ছান, সার্বিক সহযোগিতায়  মোঃ মীর নিজামুদ্দিন সহ-সভাপতি মিরপুর মিশন, হামদ- নাত ও মুর্শিদি কালাম পরিবেশন করেন মিরপুর মিশনের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিরপুর মিশনের কোষাধক্ষ্য মোঃ ইব্রাহিম হাসান মিঠু, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এর জীবনী সম্পর্কে আলোচনা করেন মিরপুর মিশনের  সদস্য  মোঃ শরিফুল ইসলাম ও শুয়াইব আহছান মিহাদ।
অনুষ্ঠান সঞ্চালনায় মিরপুর মিশনের সদস্য মোঃ রাশিদুল ইসলাম সহ প্রমুখ রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সমাজসেবক উপস্থিত ছিলেন।