ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ. এস. এম আব্দুল হালিম। পৌর বিএনপির সাবেক সভাপতি মো: জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী সুফিয়া বেগম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো: নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপি সহ সভাপতি মো: হেলাল উদ্দিন,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মাহবুব আলম সরকার, আজিজুর রহমান চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মনির খান লোহানী,সাবেক ছাত্রদল যুগ্ম আহবায়ক সোহাগ খান লোহানী,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ বক্তব্য রাখেন।
এতে উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
