জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের (জিওপি) নবগঠিত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শাহরিয়ার আহমেদ সুমনকে আহবায়ক ও আমির হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। ১৯ এপ্রিল গণঅধিকার পরিষদের (জিওপি) জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ওই কমিটির অনুমোদন দেন। তিন মাস মেয়াদী নবগঠিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে সকল ইউনিয়নে কমিটির গঠনের নির্দেশনা দেওয়া হয়। নবগঠিত বকশীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন জানান, জিওপির সভাপতি ভিপি নুরের দল আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালনের চেষ্টা করে যাবো। সেই সঙ্গে ২৪ এর জুলাই বিপ্লবে যেভাবে অংশ নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত ছিলাম ভবিষ্যতেও সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে শির উচু করে কথা বলে যাবো। এসময় তিনি বিবেকবান মানুষদের জিওপিতে যোগদানের অনুরোধ করেন।
গণঅধিকার পরিষদের বকশীগঞ্জ উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন
