গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে গণসংহতি আন্দোলন অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর প্রতিষ্ঠা করার কিংবা যারা গণতন্ত্রের পক্ষে তাদের অঙ্গীকার রাখতে চাই। আমাদের দলের পক্ষ থেকে সংগ্রাম, অঙ্গীকার আছে যে, আমাদের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ লড়াইটা করব। রাষ্ট্রের এমন কোনো আইন থাকা চলবে না, যাতে সরকার গণমাধ্যমের গলা টিপে ধরতে পারে।
রোববার (৪ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সম্পাদক পরিষদ আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষ্যে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, একজন ব্যক্তি চাইলেন আর অনেকগুলো গণমাধ্যম খুলে ফেললেন, এ জায়গাটা বন্ধ হওয়া দরকার। গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকার দরকার। যাতে সেখানে কোনো একচেটিয়া স্বার্থ কায়েম না হয় এবং একচেটিয়া স্বার্থের সেবক হিসেবেও গণমাধ্যম না দাঁড়ায়। এটা সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গত ৫৪ বছরে বর্তমান সরকারের মতো গণমাধ্যমের প্রতি উদার দৃষ্টিভঙ্গি কোনো সরকারের ছিল না। তিনি মনে করেন, আগামীতে যারা ক্ষমতায় যাবে তাদের উচিত, এই নীতি কীভাবে প্রণয়ন ও বাস্তবায়ন করবে তা পরিষ্কারভাবে বলা।
তিনি অভিযোগ করেন, এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন গ্রুপ বৈঠক করে তাদের কর্মীদের নির্দেশনা দেন, কিন্তু সরকার তা বন্ধ করছে না। অথচ সাংবাদিকদের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি। ড. ইউনূস বা আগের দায়িত্বশীলরাও এগুলো তোলেননি। অবাধ তথ্যপ্রবাহ ও সাংবাদিকতার স্বাধীনতা প্রয়োজন। তবে এর সীমা থাকা উচিত। কারণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাও গুরুত্বপূর্ণ।
সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে এবং সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্পাদক পরিষদের সহ-সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নুরুল কবির, সম্পাদক পরিষদের কোষাধ্যক্ষ ও দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ প্রমুখ।