গলে ‘অফস্পিনার’ বিউ ওয়েবস্টার, পেলেন উইকেটের দেখাও 

ব্যাটে আর বলে পারদর্শী হলে মেলে অলরাউন্ডারের স্বীকৃতি। কিন্তু অস্ট্রেলিয়ার বিউ ওয়েবস্টার একটু বেশিই স্বীকৃতি পাবেন কি না তা নিয়ে আলোচনা করা যেতে পারে। ক্রিকেটীয় প্রোফাইল বলছে ওয়েবস্টার ডানহাতি ব্যাটার। তবে বোলিংয়ে তিনি অফস্পিন কিংবা পেস দুই বিভাগেই সিদ্ধহস্ত। 

ডানহাতি মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি, অফস্পিনেও বেশ দক্ষ তাসমানিয়ার এই ক্রিকেটার। আর তিনি ঠিক কতটা দক্ষ, তার প্রমাণ দেখা গেল গলে শ্রীলংকার বিপক্ষে টেস্টে। অফস্পিনের ভেলইকিতেই আজ পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় উইকেট। 

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ৫৯তম ওভারে ফেলেছিলেন ফ্লাইটেড ডেলিভারি। সিমের ওপর খানিকটা টার্ন করিয়েছিলেন। লংকান ব্যাটার রমেশ মেন্ডিস তাতেই হলেন ব্রিভান্ত। সামনের পায়ে ডিফেন্স করতে চেয়েছিলেন। তবে বল কানায় লেগে চলে যায় শর্ট লেগে থাকা ট্রাভিস হেডের হাতে। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে এসে দ্বিতীয় উইকেট পেলেন ওয়েবস্টার। 

এর আগে সিডনিতে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে করেছিলেন মিডিয়াম পেস। সেবারে পেয়েছেন শুভমান গিলের উইকেট। আর গলে পিচের কন্ডিশন কাজে লাগিয়ে হয়েছেন স্পিনার। পেয়েছেন উইকেটের দেখা। 

অবশ্য দিনের সবচেয়ে বড় তারকা ওয়েবস্টার নন। গলে লংকানদের দ্বিতীয় ইনিংসে সর্বনাশ করেছে কুনিম্যান ও লায়ন জুটি। ম্যাথিউ কুনিম্যান পেয়েছেন ৪ উইকেট আর ন্যাথান লায়নের শিকার ৩টি। দুজনের এমন বোলিংয়ের চাপে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২১১ রান স্কোরবোর্ডে তুলেছে শ্রীলংকা। পেয়েছে ৫৪ রানের লিড। 

এর আগে, প্রথম ইনিংসে দীনেশ চান্ডিমালের ৭৪ আর কুশাল মেন্ডিসের ৮৫ রানের ইনিংসে ভর করে ২৫৭ রান তোলে স্বাগতিকরা। ৩টি করে উইকেট পেয়েছিলেন মিচেল স্টার্ক, ম্যাথিউ কুনিম্যান এবং নাথান লায়ন। বিপরীতে ব্যাট করতে নেমে স্টিভেন স্মিথের ১৩১ আর অ্যালেক্স ক্যারির দেড়শ পেরুনো ইনিংসের সুবাদে ৪১৪ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। 

লিড তারা পেয়েছিল ১৫৭ রানের। সেখান থেকে শ্রীলংকা ৫৪ রানের পালটা লিড নিলেও এরইমাঝে হারিয়ে ফেলেছে ৮ উইকেট। কাল টেস্টের ৪র্থ দিন।