গাজায় গণহত্যার প্রতিবাদে গ্রীন সিটি গ্রামার স্কুলের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ই এপ্রিল) গ্রীন সিটি গ্রামার স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে।

“Stand with Gaza”, “Stop Genocide in gaza”, “Every Life Matters”—এমন বার্তা লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করে।মানবিক চেতনা ও ন্যায়বোধ থেকে প্রতিষ্ঠানটির এই কর্মসূচি শিক্ষার্থীদের বিবেকী অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে।

“আজ নিপীড়নের আরেকটি নাম গাজা, আমরা আর নিরব নই।গ্রীন সিটি গ্রামার স্কুলের শিক্ষার্থীরা বলছে—মানবতা আগে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই হবে।।এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আদিব চৌধুরী বলেন, ‘আমরা দেখছি, ফিলিস্তিনে কীভাবে নিরীহ নারী, পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে! আমরা দেখতে পাচ্ছি, সারা পৃথিবী আজ মজলুম মানুষদের কান্না ভারী হয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি, সারা পৃথিবীর মজলুমদের ওপরে এই জালিমদের হাত আরও বেশি শক্তিশালী হচ্ছে। আজকে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আমরা ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানাচ্ছি।’