শেরপুর প্রতিনিধি ; গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিলটি শেরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি ক্বারী আশিকে এলাহী, উপজেলা সভাপতি আতাহারুল ইসলাম শাহীন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জাকারিয়া আল হোসাইন প্রমুখ। বক্তারা মুসলমানদের উপর এ ধরণের বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে সবাইকে ইসরায়েলি পণ্য বর্জন এবং সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে শেরপুরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
