বকশীগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে জামালপুরের বকশীগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা কর্মীরা। গত বুধবার ১৬ জুলাই বিকালে এনসিপির উপজেলা ও পৌর শাখার উদ্যোগে হামলার প্রতিবাদে কামারপট্টি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । মিছিল শেষে পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন নেতা কর্মীরা। এঘটনার প্রতিবাদে বক্তব্য রাখেন এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্ন সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, পৌর শাখার প্রধান সমন্বয়কারী আল মামুন, পৌর যুগ্ন সমন্বয়কারী এডি মোস্তাক আহাম্মেদ, এনসিপি নেতা সুলতানুস সালেহিন ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী আবু যাইদ অপু। এসময় বক্তারা গোপালগঞ্জের ঘটনায় সকল জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহবান জানান। বক্তারাে আরও বলেন, প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হোক। গোপালগঞ্জ অপরাধীদের আতুর ঘর হয়ে থাকবে এরকম গোপালগঞ্জ আমরা চাই না।
গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল
