জাহাঙ্গীর আলম : জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর পূর্বপাড়ায় মৃত সুলতান আলীর বড় ছেলে রাজমিস্ত্রী কামরুল (৪০)’ বসতবাড়ির থাকার একমাত্র চৌচালা টিনের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে করে সে ঘর হারিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছে বলে জানা গেছে। কামরুলের পরিবার জানায়,ঘরে থাকা ১টি ফ্রিজ, ৩টি খাট, ১টি ডাইনিং টেবিল, ২০ মন ধান,জমির সমস্ত ও নগদ অর্থ সহ বাড়ির দলিল,আইডি কার্ড,তার মায়ের বয়স্ক ভাতা কার্ডসহ সকল কিছু পুড়ে ছাই আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লক্ষ টাকা। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সাথে মোবাইল ফোনে দৈনিক আজকের জামালপুর কে জানান ক্ষতিগ্রস্থ এ পরিবারটি দরিদ্র হলেও ভালভাবেই চলছিল। অগ্নিকাণ্ডে ক্ষতির কারনে এখন এই পরিবারটি রাস্তায় বসে গেছে। তিনি পরিষদের সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবান ও যথাযথ কর্তৃপক্ষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
গোপালপুরে অগ্নিকান্ডে আসবাবপত্রসহ একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই
