গত বছরের শেষদিকে দেশের ক্রিকেটে অন্যতম আলোচিত খবর ছিল– নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন। যদিও আফগানিস্তান সিরিজেও তার কাঁধেই ছিল টাইগারদের নেতৃত্বভার। এরপর দৃশ্যপট বদল হয়েছে সম্প্রতি। নতুন বছরের শুরুতেই টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন শান্ত। ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডেতেও কোনো পরিবর্তন আসবে কি না সেই গুঞ্জন ছিল।
পাকিস্তানের সঙ্গে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলের আয়োজক হিসেবে ম্যাচ গড়াবে দুবাইতেও। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট দরজায় কড়া নাড়ছে। ফলে তার আগমুহূর্তে টাইগারদের ওয়ানডে অধিনায়ক বদলের পথে হাঁটেনি বিসিবি। সভাপতি ফারুক আহমেদ নিশ্চিত করেছেন, শান্তই থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক।