জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধর ॥ কোর্টে মামলা

স্টাফ রিপোর্টার : জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধর করে রক্তাক্ত জখম, কোর্টে মামলা দায়ের। ঘটনাটি ঘটেছে মাদারগঞ্জের পোড়াবাড়ী গ্রামের মোঃ আব্বাছ উদ্দিনের সাথে একই পরিবারের হাজী আবুল কাসেমদের সাথে দির্ঘদিন থেকে এক একর ষোল শতাংশ জমি নিয়ে হাজী আবুল কাসমের সাথে ভাতিজা মোঃ আব্বাছ উদ্দিন, পিতা মৃত আবেদ মন্ডল গংদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আব্বাছ উদ্দিন তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি ফিরে পেতে জামালপুর জজ আদালতে মামলা দায়ের করে। যার মামলা নং-১২৮/২২, যার মৌজা পোড়াবাড়ী মাদারগঞ্জ, জামালপুর। খতিয়ান নং-৯৮, দাগনং-১৩৭, জমির পরিমান ৩.৭৫ একর এর কাতে ১.১৬ একর জমির মাত্র।
উক্ত ভূমি হাজী আবুল কাসেম গংরা জোর পূর্বক বেদল দিয়ে আছেন। উল্লেখ্য, এক একর ষোল শতাংশ জমি যাহা মোঃ আব্বাছ উদ্দিন এর পিতা আবেদ আরী মন্ডল এর ক্রয়কৃত ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি। কিন্তু উক্ত ভূমি চাচা বলে খ্যাত মোঃ আবুল কাসেম গংরা সম্পূর্ণ বেদখল দেয়ায় আব্বাছ আলী তার পৈত্রিক জমি ফেরত পেতে জমিতে গেলে আবুল কাসেম গংরা দেশিয় অস্ত্র নিয়ে আব্বাছ উদ্দিন ও তার পরিবারের উপর হামলা চালিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। মোঃ আব্বাস উদ্দিনের দাবী জামালপুরে ও মাদারগঞ্জে হাজীগন শিক্ষক ও জাকের ভাইগন এলাকায় এসে বিবাদী হাজী আবুল কাশেমের ভূমি দখলের চেষ্টা সহ সকল কৃতিকলাপ দেখার জন্য আহবান জানাচ্ছি। বর্তমানে আব্বাছ উদ্দিন ও তার পরিবারের লোকজন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তাদের প্রকৃত জমি ফেরত পেতে আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে জমি সংক্রান্ত মামলা করেছেন। বর্তমানে জমি সংক্রান্ত মামলা জজ আদালতে চলমান রয়েছে। যার নং-১২৮/২২।