নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জে জরিমানা না দিয়ে উল্টো বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ নভেম্বর দুপুরে মাদারগঞ্জ উপজেলার গাবেরগ্রাম বাজারে মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক বীজ ব্যবসায়ী আলমগীর হোসেন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন লিখিত বক্তব্যে বলেন, ২০২২ সালে বন্ধন জেনেটিক নামের একটি বীজ কোম্পানী থেকে জয় কিষাণ জাতের ভূট্টাবীজ ক্রয় করেন তিনি। কৃষকরা জমিতে ওই বীজ রোপন করলে অঙ্কুরিত সকল ভূট্টার গাছ মারা যায়। এতে প্রায় ৪শ জন প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্ত হন। বিষয়টি বন্ধন জেনেটিক কোম্পানীকে জানানো হলে তারা ক্ষতি পূরণের আশ্বাস দিয়ে কালক্ষেপন করতে থাকে। পরবর্তীতে ক্ষতিপূরন না দিয়ে বন্ধন জেনেটিক কোম্পানীর নিকট রক্ষিত থাকা বীজ ব্যবসায়ী আলমগীর হোসেনের ব্ল্যাংক চেক দিয়ে নীলফামারী আদালতে ৩০ লক্ষ টাকার চেক জালিয়াতির মামলা দায়ের করেন ওই কোম্পানীর কর্মকর্তা জয়নাল আবেদীন। এসময় অনতিবিলম্বে তার বিরুদ্ধে চেক ডিসঅনারের মামলা প্রত্যাহার করে কৃষকদের ক্ষতিপূরনের দাবী জানান তিনি। সংবাদ সম্মেলনে ভুট্টা চাষী মুক্তা মিয়া, বিপ্লব মিয়া, শামীম, তারা মিয়াসহ অন্যান্য কৃষকরা উপস্থিত ছিলেন।