“জাগরণ” নারী বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন মেঘের প্রলয়

নারীর ক্ষমতায়ন, আত্মপ্রকাশ ও যুক্তিবোধকে তুলে ধরার লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)এ অনুষ্ঠিত হলো নারী বিতর্ক উৎসব “জাগরণ”। “আমি নারী! আমিই আমার শক্তি!” এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে আয়োজিত হয় এই অনন্য বিতর্ক প্রতিযোগিতা, যেখানে নারী শিক্ষার্থীরা যুক্তির মঞ্চে নিজেদের প্রতিভা ও বক্তব্য উপস্থাপনার সুযোগ পান।

বুধবার (১৪ মে ২০২৫) বিকেল ২টা ৩০ মিনিটে নিটার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। উৎসবটি মোট ১৮ জন বিতার্কিক নিয়ে শুরু হয়, যারা ছয়টি দলে বিভক্ত হয়ে অংশ নেন। দুই রাউন্ডে অনুষ্ঠিত হয় প্রথম ও কোয়ার্টার ফাইনাল পর্ব, যেখান থেকে চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। সেখান থেকে নির্বাচিত দুটি দল প্রলয়কন্যা ও মেঘের প্রলয় ফাইনালে মুখোমুখি হয়।

চূড়ান্ত পর্বে তীব্র যুক্তি, স্বতঃস্ফূর্ত উপস্থাপনা এবং সুগঠিত বিশ্লেষণে শ্রেষ্ঠত্বের পরিচয় দেয় মেঘের প্রলয়। ফলে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সম্মানজনক রানার্সআপ হয় প্রলয়কন্যা। বিজয়ী দলের প্রতিযোগীরা ছিলেন শামীমা শাম্মী, আইনুন আবির সরকার আঁখি,‌ জান্নাতুল ফেরদৌস। রানার্সআপ দলের সদস্যরা ছিলেন অঙ্কিতা পোদ্দার তিথি, সামিয়া জান্নাত সামি, লাবিবা তারান্নুম।

এই অনুপ্রেরণাদায়ী বিতর্ক উৎসবের আয়োজন করে নিটার ডিবেটিং সোসাইটি। নারী নেতৃত্ব, যুক্তিচর্চা এবং আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটাতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও ভাবনাসমৃদ্ধ।

পুরো প্রতিযোগিতাজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য সুমাইয়া তমা কে Debater of the Tournament এবং ফাইনাল পর্বে অনবদ্য বক্তৃতার জন্য জান্নাতুল ফেরদৌস কে Debater of the Final হিসেবে নির্বাচিত করা হয়।

আয়োজকেরা জানান, এমন যুক্তিনির্ভর আয়োজন নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি একটি মুক্ত চিন্তার পরিসর তৈরি করে। ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন।