নিজস্ব সংবাদদাতা : গত ২৫ মে ১১ জ্যৈষ্ঠ সন্ধা ৭ টায় জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে “অসাম্প্রাদায়িক চেতনা এবং নজরুল” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শফিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকতা মুনমুন জাহান লিজা, ইউএনও সদর মেহনাজ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জাহেদা শফির মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জয়শ্রী ঘোষ, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, সাংবাদিক ও মানবাধিকার কর্মি জাহাঙ্গীর সেলিম সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন এবং দ্বিতীয় পর্বে ছিল জেলা শিল্পকলা একাডেমি ও অনান্য শিল্পীবৃন্দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন।