শেরপুর সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি সকালে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙণে অনুষ্ঠিত এ খেলার শুভ উদ্বোধন করেন সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. নুরন নবী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসাইন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শহীদ সোহরাওয়ারর্দী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনোয়ারা বেগম, বাকাকুড়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, বনগাঁও চতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আইসিটি সম্পাদক মো. জাহিদুল ইসলাম, গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াছিন আলী, বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইদুজ্জামান, ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক উম্মে কুলসুম প্রমুখ। উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ১৩ ও ১৫ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রথম দিন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৭টি ইউনিয়নের বাছাইকৃত শিক্ষার্থীরা, ৫০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, টেনিস বল নিক্ষেপ, উচ্চ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, অঙ্ক দৌড়সহ আরও বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
Related Posts
অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষা মেলা
- AJ Desk
- March 1, 2024
অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া উচ্চশিক্ষা মেলা। শনিবার […]
সেই জাবি শিক্ষিকার লিখিত বক্তব্য জানতে চেয়েছে সিন্ডিকেট
- AJ Desk
- August 2, 2024
নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের […]
স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- AJ Desk
- April 29, 2024
চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ১৮ জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার […]