জামালপুরের ছনকান্দায় ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবদদাতা : জামালপুর সদর উপজেলার ছনকান্দায় পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার ২৯ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে ছনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ছনকান্দা এলাকার এজাজ মিয়ার ছেলে রাহি (১৫), রাজা মিয়ার ছেলে রোশান (১৫) ও ঢাকা থেকে নানাবাড়িতে বেড়াতে আসা ফরিদ মিয়ার ছেলে আফিফ আহমেদ (১৫)। রাহি ও রোশান দুজনই জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। আফিফ ঢাকা থেকে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। তার বাবার বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। সে ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে সে ঢাকায় থাকতো। স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল মোহাম্মদ আতিক জানান, ব্রহ্মপুত্র নদের তীরে সমবয়সী পাঁচ জন ফুটবল খেলছিল। হঠাৎ তাদের বল নদীতে পড়ে গেলে রাহি প্রথমে সেটি তুলতে নদীতে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করতে রুমনও নদীতে ঝাঁপ দেয়। তবে তারা দুইজনের কেউই আর তীরে ফিরতে পারেনি। পরে আফিফ তাদের বাঁচাতে ঝাঁপ দিলে সেও নদীতে ডুবে যায়। পরে বিকেল ৫টা ২০ মিনিটে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।