এম.এফ.এ মাকাম : জামালপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময়ে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান সফি, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্য সহ আরো অনেকে। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদের আত্মহতির স্মৃতিচারণ করে আগামী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে জুলাই স্মৃতিকে সমন্বিত রেখে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
জামালপুরের জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
