জামালপুরের জেলা তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম.এফ.এ মাকাম ; জামালপুরে তারুণ্য নির্ভর, উন্নত সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ও সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগিতায় কলেজ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার জালাল উদ্দিন, দৈনিক আজকের জামালপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম.এ জলিল, সনাক সভাপতি শামীমা খান, সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে। এ সময় বক্তারা আগামীতে তারুণ্যদীপ, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিত মূলক বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভরশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে উচু স্থানে নিয়ে যেতে দেশের যোগ্য নাগরিক হিসেবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।