জামালপুরের বকশীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

এম,এফ,এ মাকাম : সমাজ সেবক শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে জামালপুরের বকশীগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যপি চলে এই ক্যাম্প। উপজেলার ধানুয় কামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয় হল রুমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি। ধানুয় কামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহ কারি প্রধান শিক্ষক মেসবাহ উল হক তুহিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান,বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীসহ আরো অনেকেই। চক্ষু চিকিৎসা ক্যাম্পটি পরিচালনা করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল। সমাজ সেবক সাখাওয়াত হোসাইন বলেন, চোখ একটি অমূল্য ধন। তাই আমি বিনামূল্যে হত দরিদ্র মানুষের কথা চিন্তা করেই এই চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি। তিনি আরো বলেন,এটা আমার ২৫ তম ক্যাম্প। আজ এই এলাকায় ১শত ৫০জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ৯০জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।