জামালপুরের মামলাবাজ সবুজার হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

oplus_1024

নিজস্ব প্রতিবেদক : জামালপুর শহরের বাগেরহাটা গ্রামের মামলাবাজ ফারজানা আক্তার সবুজার হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. রফিকুল ইসলাম, নাজমা ও মেহেদী হাসানসহ প্রমুখ। ভুক্তভোগীদের অভিযোগ, ফারজানা আক্তার সবুজা এলাকায় একজন বেপরোয়া নারী হিসেবে পরিচিত। নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে পুনরায় মামলা তুলে নিতে মোটা অঙ্কের টাকা দাবি করে থাকে। টাকা পেলে দায়েরকৃত মিথ্যা মামলাটি তুলে নেন। এই মামলাবাজ সবুজা কিছুদিন আগে একই এলাকার মিলনের কাছ থেকে একটি স্ট্যাম্পে সাক্ষর নিয়ে ৮/৯ লাখ টাকা দাবী করে আসছেন। টাকা না দেওয়ায় মিলনের নামে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় যাদের সাক্ষী দেওয়া হয়েছে তারা কেউ স্থানীয় না। ভুক্তভোগীরা আরও বলেন, সবুজার অনৈতিক দাবী মেনে না নেওয়ায় মিথ্যা মামলায় মিলনকে কোন প্রকার তদন্ত ছাড়াই গত ১২ আগষ্ট মঙ্গলবার দুপুরে জামালপুর সদর থানা পুলিশ গ্রেপ্তার করেন। একই ষড়যন্ত্রমূলক মামলায় তার ভাই ফরিদকেও আসামী দেওয়া হয়। অথচ যেদিন ঘটনার কথা উল্লেখ করে সবুজা মামলা দায়ের করেন। সেদিন ফরিদ একটি বিবাহ অনুষ্ঠানে ছিলেন। এই মামলাবাজ নারী সবুজার এসব অনৈতিক দাবীর প্রতিবাদ করলে ভুক্তভোগীদের মিথ্যা মামলা ও প্রাণ নাশের হুমকী দেওয়া হয়। বক্তরা, দ্রুত সময়ের মধ্যে এই মামলাবাজ সবুজাকে সঠিক তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মিলনের মুক্তির দাবী জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন তারা।