এম.এফ.এ মাকাম : জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইত্তেখার ইউনুস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জেলা তথ্য অফিসের সিনিয়র কর্মকর্তা জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সহ আরো অনেকে।
এ সময় বক্তারা শহীদ-বুদ্ধিজীবি দিবসে বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাঙালি জাতিকে মেধাশূন্য করার যে অপপ্রয়াস চালানো হয়েছিল তার স্মরণে ও জেলায় যে সকল বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন এখনো অরক্ষিত রয়েছে তা সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোকপাত করা হয়।