জামালপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুনের যোগদান ফুলেল শুভেচ্ছায় সিক্ত

নিজস্ব সংবাদদাতা : জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে যোগদান করেছেন মোরশেদা খাতুন। গত রবিবার ৭ সেপ্টেম্বর তাঁর যোগদান উপলক্ষে জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয় নিজ কার্যালয়ের অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ, পিপিএমসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ।