জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান শুরু

নিজস্ব সংবাদদাতা : “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যের জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৪ এর শুরু করা হয়েছে। গত বৃহস্পতিবার ১৬ মে সকালে শহরের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয় (সিংহজানী এলএস ডি-১) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর জেলা প্রশাসক ও জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মো. শফিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এমপি। বিশেষ অতিথি জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা খাদ্য নিয়ন্ত্রক (সিংহজানী এলএসডি-১) মো. আছাদুজ্জামান খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত শামসুন নাহার সুলতানা, জামালপুর জেলা মিল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু, সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম জুলহাস, পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা ইসরাত আহমেদ উপস্থিত ছিলেন। এবছর জামালপুর সদরের বরাদ্দকৃত লক্ষ্যমাত্রা বোরো সিদ্ধ চাল ১৭,১১২ মেট্রিকটন এবং বোরো আতপ চাল ২৬৪ মেট্রিকটন। প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য-৪৫ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য-৪৪ টাকা ধরা হয়েছে। এছাড়া জামালপুর সদরের বরাদ্দকৃত লক্ষ্যমাত্রা বোরো ধান ৩,৪৩৩ মেট্রিকটন। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য-৩২ ও প্রতি মন-১২৮০ টাকা ধরা হয়। জামালপুরে ৯৩ টি মিল মালিকদের সাথে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অভ্যন্তরীণ বোরো সংগ্রহের সময়সীমা ৭মে থেকে ৩১আগস্ট-২০২৪ ইং তারিখ পর্যন্ত চলবে বলে জানান কর্তৃপক্ষ।