এম.এফ.এ মাকাম ; অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিবন্ধকের সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসন ও উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুরের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার,জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, মেডিকেল অফিসার ডাক্তার মোবাশ্বেরা হক, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গির সেলিম সহ আরো অনেকে। এ সময় বক্তারা নারীর ক্ষমতায়েন নারী জাগরণ ও নারীদের স্বাবলম্বী করে নারী নির্যাতন প্রতিরোধে সকলকে সোচ্চার থেকে নারীদের শিক্ষার হার বাড়িযে নারীদের নিজের পায়ে দাঁড়াতে মাধ্যমে আগামী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
