জামালপুরে আ’লীগের দুই নেতা কারাগারে

নিজস্ব সংবাদদাতা ; জামালপুরে পৃথকস্থান থেকে আওয়ামী লীগ ও স্বচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ১৩ সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে গ্রেফতার দুইজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম। গ্রেফতার ব্যাক্তিরা হলেন, মেলান্দহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম মমিন (৫২)। সে চর বানিপাকুরিয়া এলাকার হযরত আলীর ছেলে। অন্যজন হলো মেলান্দহ পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সামিউল ইসলাম (৪৫)। সে মেলান্দহ পৌর সভার চাকদহ এলাকার আজিজুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মেলান্দহ বাজারের হাসপাতালের সামনে থেকে মেলান্দহে পৌরসভার ৩ং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সামিউল ইসলাম (৪৫) কে গ্রেফতার করে পুলিশ। অন্য দিকে একইদিন দুওউর ১২টার দিকে জামালপুর শহরে ফৌজদারি মোড় এলাকা থেকে মেলান্দহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম মমিন (৫২) কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে গ্রেফতার দুইজনকে একই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, নাশকতা মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।