নিজস্ব সংবাদদাতা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ আসাদুজ্জামান আকন্দ বাবুর বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে শহরের তমালতলা মোড়ে জামালপুর পৌরসভা-সদর উপজেলা আওয়ামী পরিবারের তৃণমূলের নেতা-কর্মি ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন-জেসিসিআই সহ সভাপতি-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের নির্বাচন সমন্বয়কারী ইকরামুল হক নবীন, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মনি ও আলী আকবর প্রমুখ। মানববন্ধন শেষে শহরে একটি মিছিল বের করেন নেতৃবৃন্দ। মিছিলটি শহরের দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ঈগল প্রতীকের রেজাউল করিম রেজনু সিআইপির পক্ষে কাজ করার কারণে জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ আসাদুজ্জামান আকন্দ বাবুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যে মামলায় তাকে ১নং আসামি করা হয় সেই ঘটনার সময়ে বাবু সদরের নান্দিনাতে একটি জানাযা নামাজে ছিলেন। পারিবারিক ঘটনাকে রাজনৈতিক সহিংসতা বানিয়ে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে বাবুকে। যেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন যার যাকে ইচ্ছে তার পক্ষে নির্বাচন করতে পারবে, নেত্রীর কথা অনুযায়ী বাবু নির্বাচনে কাজ করে বর্তমানে কারাগারে। আসাদুজ্জামান আকন্দ বাবুর নিঃশর্ত মুক্তির দাবি জানান অন্যথায় কঠিন আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধন থেকে বক্তারা।
Related Posts
বকশীগঞ্জে পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বিজিবির অধিনায়ক
- AJ Desk
- October 14, 2024
বকশীগঞ্জ সংবাদদাতা : সীমান্তবর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসবের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা মন্ডপ পরিদর্শন […]
মেলান্দহে মুজিবনগর দিবস উদযাপন
- AJ Desk
- April 18, 2024
মেলান্দহ সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবসের আলোচনা সভা ও দোয়ার মাহফিল গতকাল […]
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশা গণসংযোগ ও প্রচার-প্রচারণায় জনপ্রিয়তা শীর্ষে
- AJ Desk
- May 1, 2024
আব্দুল হাই : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী […]