নিজস্ব প্রতিবেদক : জামালপুর শহরের পাঁচ রাস্তায় অবস্থিত সুনামধন্য সেবাদান প্রতিষ্ঠান হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লিঃ ও বিজয় চত্বরের বুলবুল জেনারেল হাসপাতাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল ইসলাম বুলবুলের ৪০তম শুভ জন্ম দিন গত রোববার পালিত হয়েছে। উক্ত জন্ম দিন উদযাপন উপলক্ষে রোববার সন্ধ্যায় হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল ও বুলবুল জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কেক উপহার দেন। আশরাফুল ইসলাম বুলবুল ও তার সহধর্মিণী ডাঃ নাহিদা আক্তার পিংকি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।