জামালপুরে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব

নিজস্ব সংবাদদাতা ; শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে জামালপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বার্ষিক বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব ।
গত বৃহস্পতিবার সকারে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল (অব.) রশিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর। এম. এ. রশিদ মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ, এম. এ. গফুর মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ ছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।
মেলায় মোট ৪২টি স্টল অংশগ্রহণ করে, যেখানে শিক্ষার্থীরা পরিবেশ, বিদ্যুৎ, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি ও দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োগ নিয়ে তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে। দর্শনার্থী, শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের প্রদর্শিত সৃষ্টিশীল কাজের ভূয়সী প্রশংসা করেন।
অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করেন।
দিনব্যাপী এই মেলার অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। এ সময় পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ কর্নেল (অব.) রশিদুল ইসলাম খান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সৃজনশীল ও শিক্ষণীয় আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরে বিজয়ী মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।