নিজস্ব সংবাদদাতা : জামালপুরে ইউসিবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনূর্ধ্ব-১৫ (ময়মনসিংহ জোন)’র জাতীয় ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ২৮ফেব্র“য়ারি বিকেলে জিলা স্কুল মাঠে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে জামালপুর জেলা বনাম ময়মনসিংহ জেলা।খেলায় জামালপুর জেলাকে ০-৬ গোলে পরাজিত করে ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হয়। জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির প্রমুখ। ফাইনাল খেলায় রেফারি দ্বায়িত্ব পালন করেন বাফু রেফারি হাসান রেজা। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বিকেলে জিলা স্কুল মাঠে ইউসিবি (বাফুফে) অনূর্ধ্ব-১৫ (ময়মনসিংহ জোন)’র জাতীয় ফুটবল লীগের উদ্বোধন করা হয়। ইউসিবি (বাফুফে) অনূর্ধ্ব-১৫ এ খেলায় ময়মনসিংহ জেলা, জামালপুর জেলা, শেরপুর জেলা ও নেত্রকোনা জেলা অংশগ্রহণ করে।
জামালপুরে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
