আসমাউল আসিফ : জামালপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা ও কক্ষ ভাঙচুরের ঘটনায় ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান হোসান জানান, কর্মবিরতি প্রত্যাহার করে আজ বুধবার সকাল থেকে সকল ইন্টার্ন চিকিৎসকগণ কাজে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে গুল মাহমুদ নামে এক রোগীর মৃত্যু হলে তার দুই ছেলে হায়দার ও হাফিজ ইন্টার্ন চিকিৎকদের উপর হামলা করে। এতে ইন্টার্ন চিকিৎসক ডা. মঞ্জুরুল হাসান জীবন, ডা. ফাহমিদুল ইসলাম ফাহাদ ও ডা. তুষার আহমেদ আহত হয় ও ডাক্তারের কক্ষ ভাঙচুর করা হয়। এরপর থেকে ঘটনার সাথে জড়িত সকল হামলাকারীদের গ্রেফতার, শাস্তি ও ইন্টার্নদের নিরাপত্তার দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। পরে মৃত রোগীর ছেলে হায়দারকে আটক করে পুলিশ। এই ঘটনায় জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।