জামালপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

oplus_0

নিজস্ব সংবাদদাতা : জামালপুর সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি: নং ময়মনসিংহ-০১৭ এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ১৪ মার্চ বিকেলে শহরের বিজয় চত্বরে একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের সমাজকল্যাণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলহাজ্ব মো. আরজু মিয়ার সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনজীবী শামসুল হক।প্রধান অতিথির বক্তব্যে আইনজীবী শামসুল হক বলেন, আগামী দিনে আমরা যেন কোরআন হাদিসের আলোকে পথ চলতে পারি। কোনআন হাদিসের আলোকে পথ না চললে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবোনা। আগামী দিনে আমার ইসলামের নিয়মনীতি মেনে পথ চলার চেষ্টা করবো। সবাইকে ইসলামের পথে পথ চলার আহবান জানান।জামালপুর সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল কালাম, জামালপুর শহর রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ট্রেড ইউনিয়নের আহবায়ক মো. আজাদ মিয়া প্রমুখ।আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।