নিজস্ব সংবাদদাতা : জামালপুর সদরের ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান বিজয় চত্বরের রয়েল সিটি হোটেলে শুক্রবার বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রীয় প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সহ-সভাপতি ও সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ আরজু মিয়ার সভাপতিত্বে বাংলাদেশ কেন্দ্রীয় প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সদস্য ও সদর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইমারত নিমাণ শ্রমিক ইউনিয়নের বিশেষ উপদেষ্টা এডভোকেট মোঃ সামসুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ হাবিবুর রহমান খান হযরত, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সার্জেন (অব) হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
জামালপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
