মোহাম্মদ আলী : ইতোমধ্যে ঘোষিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর তফসিল। সে তফসিল অনুযায়ী নির্বাচনের আর বাকী ৩৮ দিন। এর মধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকে গণসংযোগ শুরু করেছেন। তবে, রমজানের কারণে সব উপজেলায় নির্বাচনী আমেজ সমান ভাবে পড়েনি। কোথাও এর আমেজ ঠান্ডা আবর কোথাও গরম।
অতিসম্প্রতি, উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী ৪টি ধাপে অনুষ্ঠিত হবে দেশের উপজেলা পরিষদ নির্বাচন। ১ম ধাপে অনুষ্ঠিত হবে ১শ ৫২টি উপজেলা পরিষদ নির্বাচন। সেই ধাপে রয়েছে জামালপুর জেলার ৭টি উপজেলা। ভোট গ্রহণ ৮মে। ভোট হবে ইভিএম পদ্ধতিতে।
এ উপলক্ষে জামালপুর সদর, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জের দলীয় ও স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ দোয়া প্রার্থনা ও গণসংযোগ শুরু করেছেন। তবে রমজান ও সময়ের অবশিষ্ট থাকার কারণে সবাই সমান ভাবে নামেননি নির্বাচনের মাঠে। ফেস্টুন ব্যানার ও প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু জানা যায়, জামালপুর সদর উপজেলা, মেলান্দহ, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনের মাঠ কিছুটা গরম থাকলেও বাকী মাঠগুলো মোটামুটি ঠান্ডা।
সরব উপজেলাগুলোর সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ফেস্টুন, ব্যানার, সামাজিক যোগাযোগ মাধ্যম ও লোকমুখে যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে আছেন, জামালপুর সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, মোঃ আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান, বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাবেক মেয়র হাজি দিদার পাশা, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুছ সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাদল মধ্যে অন্যতম।
এব্যাপারে বকশিগঞ্জ উপজেলা পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ও জননন্দিত নেতা, মোঃ আব্দুর রউফ তালুকদার এর কাছে প্রচার প্রচারণায় পিছিয়ে আছেন কি না? জানতে চাইলে তিনি বলেন, নাহ! এমনিতেই রমজান মাস। তারপর আবার বকশিগঞ্জে অতিসম্প্রতি পাশাপাশি দুটি নির্বাচন হয়ে গেল। তাছাড়া তফসিল অনুযায়ী উপজেলা নির্বাচনের আরও এক মাসের বেশি সময় বাকী আছে। তাই, একটু ধীর স্থীরেই নামব ভাবছি।