জামালপুরে এডাবের মত বিনিময় সভা অনুষ্ঠিত

এম.এ.রফিক : জামালপুরে এনজিও সংস্থা অংংড়পরধঃরড়হ ড়ভ উবাবষড়ঢ়সবহঃ অমবহপরবং রহ ইধহমষধফবংয (অউঅই) এডাবের মত বিনিময় সভা বুধবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডাব বিভাগীয় সমন্বয়কারী মোঃ নুরুল আমিন, প্রোগ্রাম অফিসার তাহমিনা বাশার নাজনীন, মনিটরিং ও ইজানুয়েশন অফিসার সমাপিকা হালদার। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন এনজিও কর্মী, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিভিন্ন এনজিও, গণমাধ্যমকর্মীগণ তাদের কর্মকান্ড নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে উন্নয়নসংস্থাগুলির সামাজিক কর্মকান্ডে আরো বেশী তৎপর হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি মোঃ এনামুল হক এডাবের কর্মকান্ডকে আরো গতিশীল করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।