নিজস্ব সংবাদদাতা : ঐতিহাসিক ৬দফা দিবস, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনন্য প্রতিবাদী আত্মাত্যাগের ভাস্কর একটি দিন, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার ৭ জুন সকালে শহরের বকুলতলারস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা কৃষকলীগ, জেলা ও পৌর শ্রমিক লীগ, জেলা যুবলীগ, জেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ, জেলা ও পৌর মৎস্যজীবী লীগ, জেলা তাঁতি লীগ, পৌর মহিলা আওয়ামী লীগ, জেলা ও পৌর যুব মহিলা লীগ, জেলা ও পৌর ছাত্রলীগ ও সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ। পরে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ। শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা তাঁতি লীগের যুগ্ম-আহবায়ক সজিব, পৌর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আলী, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুব আনাম বাবলা, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুল, পৌর মৎস্যজীবী লীগের সদস্য সচিব খন্দকার জাহিদ হাসান সুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সাইফুল ইসলাম, পৌর যুব মহিলালীগের সভাপতি সায়মা হামজা সিমি, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসীর রহমান সাদাফ, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় প্রমুখ।
Related Posts
অস্তিত্ব সংকটে শশারিয়াবাড়ি ও ঢাকা খালভয়াবহ বিপর্যয়ের পথে প্রাকৃতিক ভারসাম্য: উদ্ধার ও খনন জরুরী
- AJ Desk
- April 27, 2024
রুহুল আমিন : প্রকৃতি প্রদত্ত ঐতিহ্যবাহী শশারিয়াবাড় ও ঢাকা খাল এক সময়ে মৎস্য সম্পদে ছিল […]
মেলান্দহে ২দিন ব্যাপী দক্ষ ও উন্নয়ন গাভী পালনে নিবিড় রিফ্রেশার্স প্রশিক্ষণ
- AJ Desk
- September 22, 2024
আব্দুল হাই : সমবায় অধিদপ্তর “ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি পূরণে উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম […]
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ ও জিঞ্জিরাম নদীতে তীব্র ভাঙন, নেই কার্যকর উদ্যোগ!
- AJ Desk
- July 1, 2024
জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদ ও জিঞ্জিরাম নদী তীরবর্তী এলাকায় […]