জাহাঙ্গীর আলম : পূর্ব জামালপুরে তুলশিচর ইউনিয়নে আজ অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত বিশাল ঘোড়া দৌড় প্রতিযোগিতা। স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ বিনোদনের অন্যতম এই আয়োজন ঘিরে এলাকা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। সকাল থেকে আশপাশের বিভিন্ন গ্রাম ও উপজেলার হাজারো মানুষ ভিড় জমায় মিলন মেলায় পরিণত হয় প্রতিযোগিতা মাঠে। এ বছরের দৌড়ে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০টিরও বেশি বিলাসবহুল ও প্রশিক্ষিত ঘোড়া। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অভিজ্ঞ জকি নতুন প্রজন্মের তরুণ প্রতিযোগীরাও। রঙিন সাজে সজ্জিত ঘোড়া আর জকিদের চমকপ্রদ কৌশল দর্শকদের মন কাড়ে। প্রতিযোগিতা শুরু হয় বিকেল ৩টায় স্থানীয় জনপ্রতিনিধি ও আয়োজক কমিটির সভাপতি জনাব মোঃ বাদশা -এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে, প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ হায়দার আলী সাধারন সম্পাদক ইউনিয়ন বিএনপি তুলশিরচর। দৌড়ের প্রতিটি রাউন্ডে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও শিসে মাঠ মুখরিত হয়ে ওঠে। শেষ পর্যায়ে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বিজয়ী হন তুলশিরচর এর ইউনিয়ন এর বাকচরের প্রতিযোগী মোঃ রশিদের দাপট ঘোড়া যিনি তাঁর ‘বজ্রবাহন’ নামের ঘোড়াটিকে নিয়ে প্রথম স্থান অর্জন করেন। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে এই খেলায় আগ্রহী করে তোলাই ছিল মূল উদ্দেশ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। স্থানীয় প্রবীণরা জানান, বিশাল ঘোড়া দৌড় একসময় ছিল মফস্বল এলাকার অন্যতম বিনোদন। এখনো সেই ঐতিহ্য ধরে রাখতে এবং সমাজে সম্প্রীতি গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিনভর এই জমজমাট আয়োজন শেষে দর্শক ও অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে বিদায় নেন, এবং প্রত্যাশা করেন আগামী বছর আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জামালপুরে ঐতিহ্যবাহী বিশাল ঘোড়া দৌড়ের জমজমাট আয়োজন
