জামালপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এম.এ রফিক : জামালপুর সদর উপজেলা প্রশাসন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েলফেয়ার সেন্টার এর আয়োজনে সোমবার উপজেলা হলরুমে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণের লক্ষ্যে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃজনে রেইজ প্রকল্পের মাধ্যমে কর্মবান্ধব গড়ে তোলার লক্ষ্যে প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি এই শ্লোগানকে সামনে রেখে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড জঅওঝঊ প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সৌরেন্দ্রনাথ সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, এসআই মাসুদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংক, জামালপুর শাখার ম্যানেজার মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়েলফেয়ার সেন্টার ময়মনসিংহ শাখার কাউন্সিলর নূর মোহাম্মদ। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন আমরা বিদেশে যাওয়ার আগে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং করে, প্রতিষ্ঠান বিষয়ে ভালো করে খোজ খবর নিয়ে যাবো। তাহলেই প্রতরণার হাত থেকে রক্ষা পাবো।