জামালপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.8; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: HDR ; sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (14, 0); aec_lux: 311.39832; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; motionLevel: -1; weatherinfo: null;

জুলফিকার আলম : কিশোরকন্ঠ ফাউন্ডেশন এর উদ্যোগে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সকাল সাড়ে ১০টাট দিকে জামালপুর জিলা স্কুল কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে। কান্তা পরিদর্শন করেন, কিশোর কন্ঠ ফাউন্ডেশনের জামালপুর জেলার প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট আব্দুল আওয়াল, প্রধান উপদেষ্টা সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, কিশোরকন্ঠ ফাউন্ডেশন এর জামালপুর জেলার প্রধান পরিচালক আহমদ সালমান, উপদেষ্টাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামালপুর শাহজামাল হসপিটালের এমডি আশরাফুল ইসলাম বুলবুল, অধ্যাপক হারুনুর রশিদ, মোঃ রশিদুজ্জামান, অধ্যাপক জাকিউল ইসলাম, খন্দকার মুকাদ্দাস আলী, হাফেজ মিসবাহুল কাইয়ুম সহ কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার জামালপুর জেলার অন্যান্য পরিচালক বৃন্দ। গত ২০ ডিসেম্বর শুক্রবার কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা জামালপুর জেলার সকল উপজেলায় এক যুগে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে মেধা বৃত্তি পরীক্ষা সপয় পদ্ধতিতে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত জামালপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা অংশগ্রহণকারি মোট প্রতিযোগী সংখ্যা প্রায় ৩০০০ জন। জামালপুর জিলা স্কুল কেন্দ্রে প্রতিযোগী সংখ্যা ৬৮৫, মেলান্দহ উপজেলায় সদর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে প্রতিযোগী সংখ্যা ২০০, সরিষাবাড়ী উপজেলা রিয়াজ উদ্দিন তালুকদার কলেজ কেন্দ্রে প্রতিযোগী সংখ্যা ৩২০, মাদারগঞ্জ উপজেলায ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিযোগী সংখ্যা ৪৫০, বকশীগঞ্জ উপজেলার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে প্রতিযোগি সংখ্যা ৩২০, ইসলামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিযোগী সংখ্যা ৪০০ জন, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিযোগী সংখ্যা ১৮০ জন এবং দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিযোগি সংখ্যা ২০০ জন।