নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ কৃষি ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ৮ অক্টোবর দুপুরে শহরের পৌরসভা সংলগ্ন সদ্য শহীদ সাফওয়ান অডিটরিয়ামে এ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় বিকেবি’র মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বলেন, আপনারা জানেন কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং কৃষকের আর্থিক সহায়তায় বাংলাদেশ কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃষি খাতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যােক্তাদের মধ্যে ঋণ বিতরণসহ আমানত সংগ্রহ ও ঋণ আদায় করতে হবে। চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ও লাভজনক পর্যায়ে উন্নতিকরণে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
তিনি আরও বলেন, আমরা দেখেছি ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকার রেমিট্যান্স আমরা আহরণ করেছি। এই রেমিট্যান্সের জন্য বাংলাদেশে আমাদের কৃষি ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এই প্রশংসার দাবিদার কিন্তু আপনারা সবাই। তাই আগামী দিনে কৃষি ব্যাংক গুলোতে আরো গ্রাহক সেবার মান বৃদ্ধি করার আহবান জানান।
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মুখ্য কর্মকর্তা জুয়েল আক্তার ও ইসলামপুর শাখার কর্মকর্তা মো. সামিউল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক এর উপব্যবস্থাপনা পরিচালক-১ মো. আব্দুল রহিম ও উপব্যবস্থাপনা পরিচালক-২ মোহাম্মদ খালেদুজ্জামান, ঢাকা (বিকেবি) প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান, ঢাকা (বিকেবি) প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. নাজমুল হোসেন প্রমুখ। বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন। জামালপুর জেলার সকল কৃষি ব্যাংকের কর্মকর্তাগণ বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণ করেন।
জামালপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
