জামালপুরে ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২৫ এর আওতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

এম.এফ.এ মাকাম : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২৫ এর আওতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি, বিশেষ অতিথি ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন ও সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি। প্রশিক্ষণে সদর উপজেলার ১০টি স্কুলের মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য অতিথি বৃন্দ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং শেষে প্রশিক্ষণের জার্সি, প্যান্ট প্রদান করা হয়। এই মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রতিভাবান খেলোয়াড়দের বিভাগীয় ও পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হবে জানানো হয়।