জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

oplus_0

নিজস্ব সংবাদদাতা : গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর এবং কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের বজ্রাপুর গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আইনজীবী মোশারফ হোসেন, গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক রুবেল মিয়া, গণঅধিকার পরিষদ বকশীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শাহরিয়ার সুমন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ হৃদয়, ছাত্র অধিকার পরিষদ সদর উপজেলা শাখার আহবায়ক এহসান হাবিব রাহাত, ছাত্র অধিকার পরিষদ পৌর শাখার আহবায়ক শাকিল হাসান, ছাত্র অধিকার পরিষদ সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার আহবায়ক মাহমুদুল হাসান বিবেক প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর জিএম কাদেরের মদদে এই হামলার ঘটনা ঘটেছে। ভারতের প্রেসক্রিপশনে সেনাবাহিনী ও পুলিশের অতর্কিত এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেফতারসহ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে গণঅধিকার পরিষদ জেলা শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন।