জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম.এফ.এ মাকাম : জামালপুরে জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জামালপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হল বাপ্পা, বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার, সাংগঠনিক আরিফূল ইসলাম সোহাগ, শেরপুর জেলা সভাপতি মমিনুর রহমান পান্না, জামালপুর সদর উপজেলা সভাপতি সুলতান মাহমুদর মেহেদী, মেলান্দহ উপজলো সভাপতি মোঃ মুনসুর আলী ও অনুষ্ঠানটি সঞ্চালনা করে শেরপুর জেলা সাধারন সম্পাদক সুমন মিয়্।া এ সময় বক্তারা বলেন, মানবরচিত বিধান মানুষকে শান্তি দিতে ব্যর্থ প্রমাণিত হয়েছে। তাই চলমান এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে হবে। মানবরচিত বিধানের পরিবর্তে আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রকে সংস্কার করার প্রস্তাব করছে হেযবুত তওহীদ। দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তাওহীদের প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।