জামালপুরে গীতিকার নজরুর ইসলাম বাবুর স্মরণে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে গীতিকার নজরুর ইসলাম বাবুর স্মরণে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে জামালপুর তথা বাংলাদেশের কৃতি সন্তান গীতিকার নজরুল ইসলাম বাবুর গান নিয়ে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা করেছে বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
গত শুক্রবার ১১ এপ্রিল সন্ধ্যায় শহরের দেওয়ানপাড়ায় ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের ছাঁদ বাগানে ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সভাপতি কবি আলী জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: জাকির হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি শামিমা খাতুন, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আডভোকেট ইউসুফ আলী, ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্বাধীন আশরাফুজ্জামান, গীতিকার নজরুর ইসলাম বাবুর বোন জামাতা কামরুল আলম খানসহ অন্যানরা।
এইসময় বক্তারা গীতিকার নজরুল ইসলাম বাবুর জীবনী ও দেশীর সংগীতের প্রতি অবদান নিয়ে আলোচনা করেন। তারা বলেন বাংলাদেশের যদি বিখ্যাত একশত গানের তালিকা করা হয় তাহলে নজরুল ইসলাম বাবুর দশটি গান স্বয়ংক্রিয় ভাবে চলে আসবে। পরে জামালপুরের বিভিন্ন পর্যায়ের শিল্পীরা তার বিখ্যাত কিছু গান পরিবেশন করেন।